আসসালামু আলাইকুম
৩০ সাপ্তাহ রানিং। গত সপ্তাহে হিমোগ্লোবিন টেস্ট করেছি ১০.৫০ আসছে। এটা কি অনেক কম? এটার জন্য কি সেলাইন দিতেই হবে? আমি ২ জায়গায় ২ টা ডাক্তার দেখাই একজন বলল সমস্যা নেই। আরেকজন ২ টা সেলাইন ( maltofer500/1gm) দিতে বলেছে।
২। আমার বিয়ের আগে ২টা টিটি টিকা নেওয়া ছিল। গত মাসে একটা নিয়েছি। যে ডাক্তার সেলাইন সাজেস্ট করেছে সে বলল এই মাসে আরেকটা নিতে ( নতুন করে আরও ৪ টা ডোজ নিতে)। আরেকজন বলল দরকার নেই। ১ বছর পর বুস্টার ডোজ নিয়ে নিতে।
৩। বেশ কিছু সমস্যার কারনে ইউরিন ইনফেকশন ধারনা করে ইউরিন টেস্ট করি। pus cells 3-5/hpf
Epithelial cells 1-2 /hpf আসছে। আমার কি ইউরিন ইনফেকশন আছে? রিপোর্ট আসার আগেই ডাক্তার nintoin sr 100 এটা দিয়েছিল যেটা ২ দিন খেয়ে আর খাই নি। এর মধ্যই সমস্যা গুলো ঠিক হয়ে যায় সাথে রিপোর্ট দেখে আমার মনে হলো ইনফেকশন নেই। আজ আবার অন্য ডাক্তার দেখালাম সে denvar 400mg দিলো। বলল ইনফেকশন আছে। আর যে ডাক্তার সেলাইন দিয়েছে সে বলল ইনফেকশন নেই। কি করব? ২ ডাক্তারের মতই ভিন্ন!