আমার আজ ৩৪ সপ্তাহ শুরু হয়েছে প্রেগ্ন্যাসির। কালকে বিকাল থেকে অনেক বার পেট শক্ত হয়ে যাচ্ছে ৩০ মিনিট পর পর (২-১ মিনিটের মত থাকছে) ,হাটাহাটি করলে ও কমছে না। কোমর এবং পিঠ খুব ব্যাথা হচ্ছে (বাবুর নড়াচড়া মোটামুটি ঠিকই আছে কিন্তু একটু আস্তে)। সাথে লাইটেনিং ক্রচ হয়েছে ২-৩ বার। আমি যে ডাক্তারক্র দেখাতাম উনি এখন দেশের বাইরে আছে ২-৩ সপ্তাহ পরে আসবে। আপাতত যাকে দেখাইছি উনি কিছুই বললেন না শুধু ব্যাথার ২টা ওষুধ দিয়ে দিলেন। আমাকে অভিজ্ঞ আপুরা একটু হেল্প করুন প্লিজ। কেন এমন হচ্ছে হঠাৎ করে। এগুলো কি
প্রি-টার্ম লেবারের লক্ষ্মণ?? আমি কিছু বুঝতে পারছি না। খুব ভয় হচ্ছে।