মাতৃত্ব ফেসবুক গ্রুপে লিখেছেন ডাক্তার ফারহানা আফরোজ
ভ্যানিশিং টুইন এমন এক অবস্থা যেখানে গর্ভাবস্থায় গর্ভে ২ টা বাচ্চা থাকার পরেও কোনো কারণে একটা বাচ্চা মারা গেলে মায়ের শরীর মৃত বাচ্চাকে শোষণ করে নেয়।
গর্ভাবস্থার কোন সময়ে হতে পারে?
এটা সাধারণত গর্ভাবস্থার প্রথম ৩ মাসের ভেতর হয়।তবে খুব কম ক্ষেত্রে মাঝের বা শেষের ৩ মাসেও হতে পারে।
কি কি কারণে হতে পারে?
১.বাচ্চার নিজের ক্রোমোজোমাল সমস্যার জন্য
২. জরায়ুতে বাচ্চা ঠিকভাবে না স্থাপন হলে
৩. গর্ভফুলের কোনো সমস্যা থাকলে
কী কী লক্ষণ দেখা দিতে পারে?
১। গর্ভাবস্থায় যে লক্ষণ গুলো থাকে সেটা কমে যেতে পারে
২।পেটে ব্যথা এবং রক্তপাত হতে পারে
এগুলো স্বাভাবিক প্রেগ্নেন্সিতেও হয়।
কীভাবে শনাক্ত করা যাবে?
সাধারণত আল্ট্রাসাউন্ড করলেই এটা বোঝা যায়।
এর জন্য অন্য বাচ্চার কোনো সমস্যা হয় কি?
বেশিরভাগ ক্ষেত্রে অন্য বাচ্চা সুস্থ স্বাভাবিক ভাবেই বেড়ে ওঠে এবং স্বাভাবিক ডেলিভারি হয়।কিন্তু ৬-৯ মাসের ভেতর বাচ্চা মারা গেলে তখন অন্য বাচ্চার গ্রোথে সমস্যা দেখা দিতে পারে এবং প্রিটার্ম ডেলিভারি বা সময়ের আগে ডেলিভারির ঝুকি বেড়ে যেতে পারে।
করণীয় কি?
এক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয়না।তবে লক্ষণ অনুযায়ী যেকোনো চিকিৎসা প্রয়োজন হতে পারে। অন্য যে বাচ্চা টা ভালো থাকে, রেগুলার তার গ্রোথ স্ক্যান করতে হবে ঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেটা দেখতে এবং মা কে মানসিকভাবে ভেঙ্গে না পড়ার জন্য সহায়তা করতে হবে।