৩ মাসের কম বয়সী বাচ্চার acid reflux( খাওয়ার পর দুধ বের করে দেয়) আপুরা কিভাবে handle করেন?
ডাক্তার দেখিয়েছি। ঔষধ দিয়েছে। কিন্তু অভিজ্ঞ আপুদের পরামর্শ চাচ্ছি।
কিভাবে খাওয়ালে,কি করলে বাচ্চা টা ভালো থাকবে?
মাতৃত্ব ফেসবুক গ্রুপে এক আপু প্রশ্ন করেছেন।
আপনি যা করতে পারেনঃ
১। ফীডিং এর পর বাচ্চাকে ২০-৩০ মিনিট খাড়া (upright) করে ধরে রাখতে পারেন। সাথে সাথে শুইয়ে দিলে বমির সম্ভাবনা বাড়ে
২। অল্প পরিমানে বারবার ফীড করাতে পারেন
৩। ফীডিং এর সময় ও এরপর বার্প করাতে ভুলবেন না। এতে ফীডিং এর সময় মুখে ঢুকে যাওয়া বাতাস বের হতে সহজ হয়
৪। টাইট করে ডায়াপার বা জামা পড়াবেন না
৫। খাওয়ানোর ইমিডিয়েট পরে ঝাকানো, বা বাচ্চাকে হাসানো, খেলা এসব এভয়েড করবেন
খুব বেশি চিন্তা করবেন না, ৬ থেকে ১২ মাসের মাঝে এটা ঠিক হয়ে যায়।
তবে যদি
১। বাচ্চার ওজন না বাড়ে বা কমতে থাকে
২। সজোরে বমি করে
৩। রক্ত বমি করে
৪। খেতে না চায়
৫। বেশি কাদে, অস্বস্তি দেখায়, কাশে
তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন।