আমাদের প্রিনাটাল কোর্সের একজন স্টুডেন্ট প্রশ্ন করেছেনঃ
বাচ্চা কততম সাপ্তাহে মা'য়ের কথা বলা/ তেলাওয়াত শুনতে পায়?
মা কান্না করলে বাচ্চা কষ্ট পায়,তাহলে কি দোয়ার মধ্যে কান্না করলে ও বাবু কষ্ট পাবে? শুকরিয়া আদায় করতে যেয়ে বিভিন্ন সময় কান্না আসে,এতে কি বেবি কষ্ট পাবে?
এর একটা সাধারণ উত্তর দিচ্ছি যাতে যে কেউ ধারণা পেতে পারেন
অনেকেই হয়তো জানেন না, কিন্তু একটা বাচ্চার হিয়ারিং আসলে গর্ভেই শুরু হয়ে যায়!
🔸 ১৮ সপ্তাহের দিকে – বাচ্চা মায়ের শরীরের ভেতরের শব্দগুলো শুনতে পায়, যেমন হৃদস্পন্দন, পাচনের আওয়াজ বা রক্ত চলাচল।
🔸 ২৩–২৪ সপ্তাহে – বাইরের দিকের শব্দও কানে আসতে শুরু করে, যদিও তখনও তরল আর শরীরের স্তরগুলোয় শব্দ একটু চাপা থাকে।
🔸 ২৭–২৯ সপ্তাহে (তৃতীয় ত্রৈমাসিক) – তখন ওরা অনেক স্পষ্টভাবে শুনতে পারে! মায়ের কণ্ঠস্বর চিনে ফেলে, আর কিছু শব্দে তো নড়েচড়ে ওঠে পর্যন্ত 😄
জন্মের পর – তখন শ্রবণশক্তি প্রায় পুরোপুরি ডেভেলপড। বাচ্চা ইতিমধ্যেই মায়ের কণ্ঠস্বর আর গর্ভে শোনা কিছু শব্দের সঙ্গে পরিচিত থাকে। শুধু জন্মের পরপরই কানে যদি অল্পস্বল্প লিকুইড থাকে, তাহলে সামান্য কম শুনতে পারে —কিন্তু সেটা দ্রুত ঠিক হয়ে যায়।