ধরেন, আপনার কোষ্ঠকাঠিন্য হইলো, এখন বাথরুমে গিয়ে বেশ কষ্ট করে পেট পরিষ্কার করে আসলেন। বা বাসায় যদি লো-কমোড থাকে, সেটায় স্কোয়াট পজিশনে অনেক কষ্ট করে নিজেকে হালকা করলেন।
এখন আপনাকে যদি বলি, বাথরুমে না, বরং বিছানায় শুয়ে টয়লেট করেন, কেমন লাগবে কথাটা শুনতে?
মনে হবে বক্তা হয়তো আপনার সাথে মশকরা করছেন বা ওনার নিজের মাথায় কোন সমস্যা আছে।
জন্মের পর থেকে মানুষ এই প্রাকৃতিক কাজ নিয়মিত করে, তাই সে জানে কোন পজিশনে টয়লেট করা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক।
বাচ্চা প্রসব করা টয়লেট করার মতো এতো ফ্রিকোয়োন্ট ঘটনা না। তাই একজন প্রসূতী মায়ের এটা জানা নাও থাকতে পারে কোন পজিশনে বাচ্চা প্রসব করলে তার জন্য সুবিধাজনক হবে।
আমাদের চিকিৎসা ব্যবস্থায় প্রসূতি মা'কে আমরা শুয়ে পুশ করে বাচ্চা প্রসব করতে বলি। শুনতে কি একটু অস্বাভাবিক লাগছে?
বাচ্চা প্রসব করার জন্য নানা রকমের বার্থিং পজিশন আছে। এমনকি কুরআনে হযরত মারিয়াম (আঃ) এর বার্থিং পজিশন সম্পর্কে আমরা দেখতে পাই মহান আল্লাহ ওনাকে খেজুর গাছ আঁকড়ে ধরতে বলেছিলেন প্রসবের সময়।
একেকজনের জন্য একেক ধরনের পজিশন আরামদায়ক হতে পারে। আমরা যদি এ সম্পর্কে না জানি তবে আমরা কিভাবে পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারব?
প্রসবকালীন সময়ে সুস্থতার জন্য আমরা ডাক্তারের পরামর্শ এবং সহযোগিতা নেই। কিন্তু গর্ভকালীন সময়ের জটিলতা সম্পর্কে জানা, গর্ভকালীন ব্যায়াম, খাদ্য ও পুষ্টি, প্রসব পরিকল্পনা, এগুলোর জন্য পড়াশোনা এবং জানার বিকল্প নেই।
মহান আল্লাহ কমবেশি ৪০ সপ্তাহ আপনাকে সময় দেন প্রসবের "বিগ ডে"র প্রস্তুতি নেয়ার জন্য।
এখন আপনি যদি সেটা না নেন, এসম্পর্কে জ্ঞান অর্জন না করে লেবারে গিয়ে কষ্ট পান, তাহলে সেই কষ্ট আপনি সারাজীবন বহন করবেন।
তাই প্রিনাটাল কোর্স করুন, আমাদের ১৬টা ক্লাসে (কমেন্টে ক্লাসের টপিক দেয়া আছে) আপনি ভালমতো প্রস্তুত হবার সুযোগ পাবেন।
মাতৃত্বযাত্রা সুন্দর হোক আপনার জন্য – এই দোয়া রইলো