🌱আপনাদের একটা গল্প বলি। মূলত গল্প নয়, সত্য ঘটনা। আমেরিকার ওহাইয়োর (Ohio) একটি চিড়িয়াখানার একটা গরিলার গল্প। বন্দী অবস্থাতেই এই গরিলার জন্ম এবং সাধারণত গরিলা কমিউনিটি যেভাবে থাকে সেরকম কোন গরিলা কমিউনিটিতে থাকার কোন অভিজ্ঞতা তার নেই। আর এ কারণে তার সমগ্র জীবনে সে কখনও অন্য কোন গরিলাকে ব্রেস্টফিড করতে দেখে নি।
🌱একসময় সে তার নিজের প্রথম গরিলা বেবির জন্ম দেয়। কিন্তু কীভাবে একটা বাচ্চাকে দুধ খাওয়াতে হয় সে সম্পর্কে তার কোন ধারণাই ছিল না। এবং পরিশেষে বাচ্চাটি মারা যায়।
দ্বিতীয়বার যখন সে প্রেগন্যান্ট হল তখন চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটা বুদ্ধি বের করল। তারা মাদার-টু-মাদার ব্রেস্টফিডিংয়ের একটা অর্গানাইজেশন, La Lache League গ্রুপ থেকে কিছু ব্রেস্টফিডিং মাকে আমন্ত্রণ জানাল। গরিলার খাঁচার কাছে বসে মায়েরা যেন তাদের নিজ নিজ বেবিকে বুকের দুধ খাওয়ায়, এই ছিল কর্তৃপক্ষের আহ্বান। মানুষ মায়েদের ব্রেস্টফিডিং দেখার পর গরিলা মা তার দ্বিতীয় গরিলা বেবিকে সফলতার সাথে ব্রেস্টফিডিং করাতে পেরেছিল!
📌ব্রেস্টফিডিং হল একটা প্রাকৃতিক ব্যাপার। যে কারণে আমরা নিজেদেরকে স্তন্যপায়ী (Mammals) বলে থাকি তার অন্যতম একটা বৈশিষ্ট্য হল এই ব্রেস্টফিডিং। কিন্তু এটা শিখতেও হয়।
আমাদের শরীর কীভাবে কী করতে হবে এর হয়তো কিছু ইঙ্গিত দেয়। যেমন, সন্তানের কান্না শুনলে দুধ নামে। বাচ্চার মধ্যে কান্না/অস্থিরতা দেখা দিলে কোলে তুলে নিতে ব্রেইন একটা শক্তিশালি সংকেত পাঠায়। এমনকি অটোমেটিক্যালি এমন পজিশনে বাচ্চাকে তখন আমরা ধরি যাতে সে সহজে ব্রেস্টফিড করতে পারে। এগুলো সবই আমরা সহজাত আচরণ হিসেবেই করে থাকি।
কিন্তু আপনি যদি জীবনে কখনোই কাউকে ব্রেস্টফিড করাতে না দেখে থাকেন তাহলে বুঝে উঠতে পারবেন না এরপর কী করতে হবে!
এটা যদি আপনি হন, তাহলে নিজের প্রতি সদয় হন। হতাশার কিছু নেই। “আমি ব্রেস্টফিডিংয়ের কিছুই জানি না, কত বোকা আমি!” এরকম ভাবারও কিছু নেই, ডিয়ার মাম্মা। গরিলার ঘটনা থেকে আমরা এটুকু অন্তত বুঝতে পারলাম যে, এমনকি উচ্চ পর্যায়ের
প্রাইমেটদেরও(Primates) এটা শিখেই অর্জন করতে হয়।
বরং শেখার জন্য নিজেকে সময় দিন এবং শিখে নিন ব্রেস্টফিডিংয়ের মত ডিভাইন কাজটি।
নাসরিন সুলতানা
আমানি চাইল্ডবার্থ এডুকেটর ও ডুলা,
মাতৃত্ব।
তথ্যসূত্র:
Book: Breastfeeding Made Simple by Kathleen Kendall-Tackett and Nancy Mohrbacher.