৩৪ সপ্তাহ রানিং..
২ মাস ধরে হুট করেই হার্টবিট বেরে যায় । তখন শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়। পেট শক্ত হয়ে আসে। নরতে পারি না। ১-২ মিনিটের ভেতর চলেও যায়। আমার প্রেশারও কম। ecg তে কিছু ধরা পরে নি। ডাক্তার indever 10 mg দিয়েছে। এটাই চলছে। কোন কাজ হচ্ছে না। দিনে ২-৩ বার এখন হয়ই। indever না খেলে ৪-৫ বার। ব্রিথিং এক্সারসাইজ করতে পারি না। জোরে শ্বাস নিলেই মাথা ঘুরায়। এটা আগে থেকেই। আমি কি নরমালে ট্রায়াল দিতে পারব? আমার ডাক্তার ওরকম নরমাল ফ্রেন্ডলি না। আমি সরকারি হাসপাতালে ট্রায়াল দিব নরমালের জন্য। ২ সপ্তাহ আগে আল্ট্রাতে বাবুর গলায় কর্ড দেখা গেছে এক লুপ। এখনো তো অনেকটা সময় বাকি। সব মিলিয়ে আমার কি নরমালে ট্রায়াল দেওয়া উচিত?