টেলিগ্রাম গ্রুপে একজন প্রশ্ন করেছেন
আসসালামু আলাইকুম। আমার প্রেগন্যান্সির ৩৪সপ্তাহ চলছে। ১ম মেয়ে বাবুর বয়স ২৩ মাস।গত ২, ৩ সপ্তাহ যাবত বুকের খাওয়ানো ছাড়িয়েছি। এরপর থেকেই সে ঘুমের সময় আমার কোলে থাকতে চায়। অন্য কারো কোলে যায় না, প্রচুর কান্নাকাটি করে,ঘন্টার পর ঘন্টা আমার কোলে নিয়ে ঘুম পাড়াতে হয়, এমন কি রাত জেগেও কোলে রাখতে হয়, এতে আমার পেটে চাপ পড়ে খুব, মাঝে মাঝে পেট ব্যথা করে। এটা আমার জন্য ক্ষতি হবে কিনা??ওর জন্য আমার ঘুম খুব কম হয়। ৪, ৫ ঘন্টার মত। প্রায়ই শরীর খুব দুর্বল লাগে। দয়া করে কেউ যদি কোন ভালো পরামর্শ দিতেন উপকৃত হতাম
মাতৃত্ব টীমের নাসরিন সুলতানা উত্তর দিয়েছেন
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
দুধ ছাড়ানোর সময় বাচ্চারা এরকম করে। কিছুদিন পর আবার অনেকখানি সামলে নিবে ইনশাআল্লাহ।
কোলে না রেখে আপনি পা ছড়িয়ে পায়ের উপর দোল দিতে পারেন। পেটে আচমকা গুঁতা দেয় এমন না করলে ওকে নিয়ে বিছানায় শুয়ে আপনার পেট নাড়তে দিতে পারেন। সরাসরি মায়ের স্তন না পেয়ে অস্থিরতা কাজ করে। মায়ের bare skin পেলে শান্ত হয়। পেট ধরতে দিলে অস্থিরতা কমে। ট্রাই করে দেখতে পারেন। বা আপনার খোলা হাত ওর বুকের মধ্যে নিয়ে ঘুমাতে দিলেও কাজ হওয়ার কথা।
বুকের দুধ ছাড়ানো নিয়ে দরকারি লেখাঃ বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যেভাবে বন্ধ করবেন