নতুন মা হওয়ার পরে সবচেয়ে কঠিন লাগে কোন বিষয়টা?
সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ।
গ্রুপে এই ইন্টারেস্টিং পোস্টটা আসছে। মায়েরা বিভিন্ন এংগেলে তাদের মতামত দিয়েছেন। পুরো আলোচনাটা এখানে এনোনিমাইজ করে দিলাম
- Identity crisis
- কেও আর মার খোজ নেয় না🙂
- নতুন মা হওয়ার পর খারাপ লাগার মতো অনেক ব্যাপার আছে। তবে সবচেয়ে বেশি আতঙ্কে থাকতাম গোসলের সময়। ওয়াশরুমে ঢুকলেই মনে হতো কান্না করছে
- মনে হয় হাজবেন্ড আর ভালোবাসে না সব সময় মনে হয় ২ জনার মাঝখানে এখন বিশাল গ্যাপ আর সেই গ্যাপ বেবি ফিলাপ করে নিয়েছে🥹 যদি ও এটা সম্পূর্ণ আমার মানসিক সমস্যা হাজবেন্ড যতেস্ট সাপোর্টিভ + কেয়ারিং।
- Nijer sorir ar sorir thakena kmn hoye jay.
- মাঝেমধ্যে বাচ্চা কেন কান্না করতেসে বুঝি না। এইটাই কঠিন লাগে🙂
- ড্রিপ্রেশন
- নিজের শরীর চলেনা কিন্তু আরেকটা মানুষের সম্পুর্ন দায়িত্ব নিজের উপর
- ঘুম কে অনেক মিস করি। যেখানে সেখানে নিজের মতো করে আর যাওয়া হয়ে ওঠে না। হাসবেন্ডর সাথে বিশাল গ্যাপ তৈরি হয়। মোট কথা জীবন ৩৬০° কোণে বদলে যায়😅
- Ami to sarakhon voy thaki babu k niya kanna korle mon hoy oy to thik ase nki kono osubida hoitase. R maje modhe kono karon sara amr kanna pay buji nah emn kn lage
- পর্যাপ্ত ঘুম না হওয়া আর বাচ্চা অসুস্থ হওয়া। 😞
- Feeding koranur shomoy jokhon flow beshi hoto tokhn baby'r shash atke jeto tokhn mone hoto koliza ta ber hoye jacche. Allah soob baby der mayer kul jure rakhun.
- আমার স্বামীর পরকীয়া
- Pumping
- Feeding
- সন্তান (মৃত) জন্ম দিয়েও মা হতে না পারার মতো কষ্ট মনে হয় না আর কোনো মায়ের আছে যাদের সন্তান তাদের কোলে আছে।
- আমি কেমন আছি কেও আর জানতে চায় না।সবাই ফোন দিয়ে বেবি কেমন আছে জিগায়
- R amr husband chole gase depression e o mone kore bby howar por ami ore r valobashi nhh sob bby nea nicee all time somoy chai amr kase kintu ami eka.. o job kore 8 to 10 taa ghorer sob kaj kore bby samlay amr r eshob kisu vlo lage nhhh babyr baba sob somoy amk bole tmi abar kobe amr hobeee 😒
- Bacchar kanna jokhon thamaite na pari🥲
- বাচ্চার বয়স ১০ মাস। স্টিল রাতে ২/৩ বার উঠে খাওয়ানো লাগে। নিরবিচ্ছিন্ন ঘুম নেই আর
- ঘুম
- ব্রেস্টফিডিং! এটা একটা স্কিল! কিন্তু কেউ আমাদেরকে এটার জন্য রেডি করে না! প্রথম দিকে সঠিক ইন্টারভ্যালে ব্রেস্টফিড করানো, জমে যাওয়ার আগে ব্রেস্টমিল্ক কালেক্ট করে রাখা, বেবি একটা ব্রেস্ট সাক করার সময় আরেকটার ঝরে পড়া ব্রেস্টমিল্ক কালেক্ট করা, ঘুমানোর সময় ব্রেস্টমিল্ক ঝরে কাপড় না ভেজার জন্য সুন্দর ব্যবস্থা রাখা, বেবিকে আরামদায়ক পজিশনে ব্রেস্টফিড করানো, মিল্ক ফ্লো ঠিক রাখার জন্য প্রপার হাইড্রেশন ইত্যাদি। এইসব পড়াশোনা করে জানার এবং সঠিক পরামর্শ নিয়ে শেখার দরকার আছে। এছাড়া নিজের শরীর ও মনের উপর আগের মতো কনফিডেন্ট ও কন্ট্রোল নিয়ে প্যারা খেয়েছি।
- postpartum depression 😊c section stitch fear
- Nijeke somoy dite na para 😅
- যখন একসাথে অনেক কাজ জমা হয় আর বাবু ও কান্না করে তখন নিজেকেই অসহায় লাগে 🙃🙂
আপনার মতামত কমেন্টে জানান