MahbubaBegum আমার বেবির আজকে ৫৬ দিন। মাঝেমধ্যে ওর মাথা গরম থাকে কিন্তু শরীর নরমাল থাকে। পায়খানা করার সময় বুঝা যায় ওর কষ্ট হয়। রাতে ঘুমায় না। Flacol সিরাপও খাওয়াইলাম। কি সমস্যা হতে পারে?? এখন আমি কি করবো?
IshratJahan [unknown] [unknown] মাঝেমধ্যে ওর মাথা গরম থাকে কিন্তু শরীর নরমাল থাকে। বাচ্চাদের জন্য এটা নরমাল। তারা এখনো নিজের শরীরের তাপ নিয়ন্ত্রণ করা শিখছে বাকি সমস্যা বাড়তে থাকলে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নিতে পারেন