SAFWANA ডাক্তার যদি বলেন, তবে তিনি রোগীর অবস্থা জেনে বুঝে বলেছেন। এতটুকু আস্থা রাখতে হবে। যদি না পারেন, তাহলে অন্য ডাক্তারের সেকেন্ড অপিনিয়ন নিবেন।
SAFWANA কেউ কেউ বলেন যে, এটা আসলে মেডিকেল হস্তক্ষেপের কৌশল।
এটা একধরনের ষড়যন্ত্র তত্ত্ব। কথার খাতিরে ধরে নিলাম কোন ডাক্তার যদি এরকম করেন, তাহলে বলতে হবে, তিনি যতটা না ডাক্তার, তারচেয়ে বেশি ক্রিমিনাল। বাস্তবে এধরনের হওয়াটা কতটুকু সম্ভব? আপনি চিন্তা করে বলেন।
যৌক্তিক ভাবে চিন্তা করলে দেখবেন, আপনি ওনার কাছে সিজার না করিয়ে অন্য কারো কাছেও সেটা করতে পারেন। তাহলে ওনার লাভ কোথায়?
আশা করি বুঝতে পেরেছেন এধরনের চিন্তার ত্রুটি কোথায়।
সন্দেহ তখন আসে, যখন আপনি একেবারেই জানেন না বা অতি অল্প জানেন।
এজন্য আমরা প্রিনাটাল কোর্স করতে বলি, যাতে একজন মা বুঝতে পারেন, তার সাথে কী হচ্ছে এবং কেন হচ্ছে!