IshratJahan নবজাতকের আসলে বাড়তি কোন যত্ন তেমন লাগে না। এই সময় তার অনেক বেশি স্কিন টু স্কিন দরকার, বুকের দুধ দরকার, মায়ের সাথে নিরবচ্ছিন্ন এটাচমেন্ট দরকার। "Breastfeeding made simple" by Kathleen Kendall-Tackett and Nancy Mohrbacher বইটা পড়ে দেখতে পারেন। এটা শুধু ব্রেস্টফিডিং এর বই নয়, ওভারঅল একজন নবজাতকের ডেভেলপমেন্টাল নিডগুলো ভালভাবে বর্ণনা করা আছে। একটা ভাল ইনসাইট পাবেন। সূত্রঃ প্রিনাটাল কোর্সের ব্যাচ ১১ এর টেলিগ্রাম গ্রুপে নাসরিন সুলতানার উত্তর
IshratJahan এছাড়া আরো কিছু বইয়ের নাম এই লেখায় আছে https://matritto.com/bangla-books-pregnancy-raising-child/#raising-child