IshratJahan অনেক রেসিপিতে কাপ বা চামচের পরিমাপ বলা হয়। এগুলো কি চায়ের কাপ নাকি মগ সেটা নিয়ে বিশেষকরে পুরুষদের কনফিউশান থাকে। মাতৃত্ব সাইটের ক্যালরি সংক্রান্ত লেখায় অনেকেই এই প্রশ্ন করেনঃ কী ধরনের কাপ? উপরের ছবিই তার উত্তর এখানে ১ কাপ মানে ২৫০ মিলি পরিমান