আসসালামু আলাইকুম,
অনিশ্চয়তা বা ঝুঁকির খুব ভালো একটা দিক হলো এটা মানুষকে দোয়া এবং তাওয়াক্কুলের দিকে নিয়ে যায়।
আশেপাশের মানুষকে দেখে এবং নিজের অভিজ্ঞতা থেকে এটা বুঝেছি।
গতকাল বৃষ্টিতে আটকে ছিলাম অনেকক্ষণ, অফিস থেকে বের হতে অনেক দেরি হল। বাদামওয়ালা ভাইকে দেখলাম বাদাম নিয়ে বসে আছে, কাস্টমার নেই। বললাম মামা বৃষ্টি তো আজকে অনেক বেশি হলো, তোমার বিক্রির কি অবস্থা। উনি উত্তর দিলেন বিকেল থেকে বসা, তেমন বেচা বিক্রি হয়নি, যখন বৃষ্টিটা থামল তখন সবাই বাসায় চলে গেছে। সমস্যা নেই মামা রিজিকে যা আছে তাই হবে। কথাটা তিনি নিশ্চিন্ত মনে সন্তুষ্ট চিত্তেই বললেন। লোকটার শোকর করার মানসিকতা এবং তাওয়াক্কুল দেখে মনটা ভরে গেল।
খেটে খাওয়া মানুষদের মধ্যে এই তাওয়াক্কুলটা বেশি বলে আমার কাছে মনে হয়, যারা জানেনা আজকে সে কি উপার্জন করবে। আল্লাহ তাআলা বলেছেন উনার উপর পূর্ণভাবে তাওয়াক্কুল করলে মানুষের অবস্থা হবে সে পাখির মত যে সকাল বেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যা বেলা ভরা পেটে ফিরে আসে।
আরেকটা শ্রেণীর মানুষের মধ্যে তাওয়াক্কুলের ব্যাপারটা বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে ব্যবসায়ী। আমার এক সিনিয়র ভাই বলেছিলেন তিনি যখন পুরান ঢাকায় চাকরি করতেন তখন আযানের সাথে সাথে অফিস থেকে মসজিদ এর উদ্দেশ্যে বের হয়ে যেতেন। কিন্তু কখনোই তিনি নিচ তলায় জায়গা পেতেন না, কারণ পুরান ঢাকার সব ব্যবসায়ীরা সে জায়গাগুলো আগেই দখল করে নিত।
গতকালকের বাদাম ওয়ালার এই ঘটনাটা দেখে মনে হল আনসারটিনিটি খুব ভালো একটা বিষয়, বিশেষ করে তাওয়াক্কুল করার জন্য। অনিশ্চয়তা বা ঝুঁকি মানুষকে দোয়া এবং তাওয়াক্কুলের দিকে নিয়ে যায়।
#তাওয়াক্কুল
#আলহামদুলিল্লাহ্
লেখাঃ নিপু বিল্লাহ