১। বাস্তব জীবনে স্কুল নয়, রেজাল্টই আসল কথা।গ্রামের অখ্যাত স্কুলে পড়া কিন্তু সারাজীবন ফার্স্ট ক্লাশ পাওয়া ছাত্রটিকে কাজে না লাগিয়ে নামকরা স্কুলে পড়া থার্ড ক্লাশ পাওয়া ছাত্রকে কি কেউ কাজে লাগাবেন? বিদেশে স্কলারশিপ বলেন, চাকুরি বলেন, কোথাও কি স্কুলের নাম দেখা হয়, না রেজাল্ট দেখা হয়?
২। অপ্রিয় হলেও সত্য ছাত্র-ছাত্রীরা নামকরা স্কুলে আলাদা মনোযোগ পায় না।যেটা কম বিখ্যাত স্কুলে পায়।আমি মাঝারি মানের স্কুলে স্যারদের যে মনোযোগ পেয়েছি, আমার নামী স্কুলে পড়া বন্ধুরা তা পায়নি।
৩। নামকরা স্কুলে শিক্ষকদের কাছে যত সহজে অ্যাকসেস পাওয়া যায়, নামী স্কুলে তা কখনোই পাওয়া যায় না।
৪। স্কুল নয়, শিক্ষক ভালো হওয়া অনেক জরুরি।যে স্কুলের শিক্ষক ভালো, আন্তরিক, সেখানে বাচ্চাকে দিন।অতি দামী স্কুলের রোবট টাইপ শিক্ষকের কাছে গিয়ে তার কোনো লাভ হবে না।
৫। খুব নামকরা স্কুলে পড়া অতি আবশ্যক হলে আমি বেকার থেকে যেতাম।এ পর্যায়ে আসতে পারতাম না।একই অবস্থা আমার অধিকাংশ বন্ধুদেরও।তারাও তেমন নামকরা স্কুলে পড়েনি এবং বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত।
৬।মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আরভিং দিয়াং-এর সাথে একটি যৌথ পেপার লেখার সময় তিনি বলেছিলেন, 'তোমরা যে হার্ভাড, অক্সফোর্ড, এমআইটি, স্ট্যানফোর্ড, এগুলোকে যত ভালো বিশ্ববিদ্যালয় বলো, এগুলো কি আসলে তত ভালো?' আমি বিস্ময় নিয়ে তাঁর দিকে তাকাতেই তিনি বললেন, 'এরা সারা দুনিয়া উলটপালট করে সেরা ছাত্রদের ভর্তি করায়, কিন্তু এর মধ্যে শেষ পর্যন্ত ভালো করে ত্রিশ পার্সেন্টের মতো।বাকি সত্তর পার্সেন্ট হারিয়ে যায়।তাহলে এরা কী আসলে সফল বিশ্ববিদ্যালয়? আমি বলব, না, এরা ব্যর্থ, কারণ একশ পার্সেন্ট ভালো ছেলেমেয়ে নিয়ে এরা সফল হয় মাত্র ত্রিশ পার্সেন্ট।'
আমাদের দেশের নামকরা স্কুলগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এরা নেয়ার সময় বেছে বেছে সব ভালোদের নেয়, কিন্তু সেই ভালোদের সবাইকে কি তারা ফিরিয়ে দিতে পারে?
বাচ্চা ভালো স্কুলে চান্স না পেলে দয়া করে পাগল হয়ে যাবেন না। এটা তাদের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়।বরং যেখানে সুযোগ পেয়েছে সেখানে মনোযোগ দিন।ওকে উৎসাহ দিন।দেখবেন আপনার বাচ্চাই অখ্যাত স্কুলটিকে বিখ্যাত বানিয়ে ফেলেছে।
( এ পোস্টের এটা অর্থ নয় যে, ভালো স্কুলে চান্স পেলে পড়বে না। অবশ্যই পড়বে। তবে মনোযোগ না দিলে সেখানে পড়েও লাভ হবে না।)
#আসুনমায়াছড়াই
#BadalSyed
প্রথম প্রকাশঃ ফেসবুক