বাংলাদেশে birth doula বা দৌলার ধারণা নতুন, তবে জনপ্রিয় হচ্ছে। একজন মায়ের দৌলা বিষয়ে প্রায় সব প্রশ্নের উত্তর এই লেখা
গর্ভকালীন সময়ে একজন মায়ের এই যে বিভিন্ন ঘটনায় সন্দেহ এবং সিদ্ধান্তহীনতায় ভোগা এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এরকম সময়ে প্রয়োজন হয় অভিজ্ঞ মানুষের সাপোর্ট অর্থাৎ তথ্যনির্ভর পক্ষপাতহীন সহায়তা । এই সাপোর্ট না পেলে মায়ের এসব স্বাভাবিক জিজ্ঞাসাগুলোও পরিণত হতে পারে অস্থিরতা ও মারাত্মক দুশ্চিন্তায়। যা তাকে সিদ্ধান্তহীনতায় ফেলে দেয়, এমনকি মা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।
একজন দৌলা মায়ের পাশে থেকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার ঠিক এই কাজটিই করে থাকেন।
মাতৃত্ব ওয়েবসাইটে পুরো লেখা পড়ুনঃ দৌলা/বার্থ ডুলা বিষয়ে আপনার (প্রায়) সকল প্রশ্নের উত্তর