ফেসবুক গ্রুপে এক মা প্রশ্ন করেছেনঃ
আমার বাচ্চার বয়স ১৭ মাস। ৮ টা দাঁত। ওর দাঁত উঠার পর থেকেই ও কে মেরিল টুথপেস্ট দিয়ে ব্রাশ করাই। রাতে ব্রাশ করাই।কিন্তু তারপরও কয়েকদিন ধরে ওর দাঁতে সাদা সাদা এমন দাগ দেখা যাচ্ছে।ব্রাশ করানোর পরেও এমন কেনো হচ্ছে আপুরা?আপনাদের কারো বাচ্চার এমন হয়েছিল?হলে কীভাবে ঠিক হয়েছে পরে?
আমার খুবই চিন্তা হচ্ছে দাঁত কালো হয়ে যায় যদি!
শিশুদের দাঁতে সাদা দাগ বা চিহ্ন দেখলে অনেক বাবা-মা চিন্তিত হন। এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। চলুন, সবচেয়ে সাধারণ কারণগুলো সহজভাবে জেনে নেওয়া যাক:
দাঁতের এনামেল ঠিকমতো তৈরি না হলে (Enamel Hypoplasia): যখন একটি শিশুর দাঁতের সবচেয়ে বাইরের শক্ত স্তর, যাকে এনামেল বলে, সেটি পুরোপুরি তৈরি হতে পারে না, তখন সাদা সাদা চক-এর মতো দাগ দেখা যেতে পারে। গর্ভাবস্থায় মায়ের শরীরে পুষ্টির অভাব হলে, মা অসুস্থ থাকলে বা শিশুর যখন দাঁত তৈরি হচ্ছিল তখন কোনো কারণে জ্বর এলে এমনটা হতে পারে।
দাঁতের শুরুতে ক্ষয় (Demineralization): আমাদের মুখের ভেতরের ব্যাকটেরিয়া চিনিযুক্ত খাবার বা পানীয়ের সংস্পর্শে এসে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের এনামেলকে দুর্বল করে ফেলে। সাদা দাগ দেখা যাওয়াটা আসলে দাঁতের ক্ষয় শুরু হওয়ার প্রথম লক্ষণ হতে পারে। তবে ভালো করে দাঁত ব্রাশ করা এবং ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করলে এই সমস্যা শুরুতে আটকানো যেতে পারে।
বেশি ফ্লোরাইড গ্রহণ করলে (Fluorosis): দাঁত যখন তৈরি হয়, তখন যদি শিশু বেশি পরিমাণে ফ্লোরাইড গ্রহণ করে (যেমন, টুথপেস্ট গিলে ফেললে বা পানিতে অতিরিক্ত ফ্লোরাইড থাকলে), তাহলে দাঁতে সাদা রেখা বা দাগ দেখা দিতে পারে। সাধারণত এটা তেমন ক্ষতিকর নয়, শুধু দেখতে একটু অন্যরকম লাগে।
আঘাত লাগলে: কোনো কারণে যদি শিশুর দাঁতে বা মাড়িতে আঘাত লাগে, তাহলে দাঁত তৈরির সময় এনামেল গঠনে সমস্যা হতে পারে। এর ফলে সাদা দাগ দেখা যেতে পারে।
বংশগত (জেনেটিক) কারণ: কিছু শিশুর ক্ষেত্রে জন্মগতভাবেই তাদের দাঁতের এনামেলের রঙ বা পুরুত্ব একটু আলাদা হতে পারে।
যদি দেখেন সাদা দাগগুলো সময়ের সাথে সাথে বাড়ছে, ছড়িয়ে যাচ্ছে অথবা বাচ্চার দাঁতে ব্যথা বা শিরশিরানি অনুভব হচ্ছে, তাহলে অবশ্যই একজন শিশু দাঁতের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ডাক্তার পরীক্ষা করে সঠিক কারণ বলতে পারবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা (যেমন ফ্লোরাইড থেরাপি) বা অন্যান্য পরামর্শ দিতে পারবেন।