আসলে সহবাস ও প্রসব বেদনা- এ দুয়ের মাঝে তেমন কোন সম্পর্ক নেই। সহবাস প্রসব বেদনা তরান্বিত করে- এমনটা সম্পূর্ণ ভুল ধারনা। যদিও অনেক আগ থেকেই আমাদের মাঝে এমন ধারণা বিদ্যমান। এমনকি কিছু ডাক্তার, ধাত্রী ও গর্ভবতী নারীও এটা বলে এসেছেন যে, গর্ভাবস্থার শেষ দিকে সহবাস প্রসব বেদনা তরান্বিত করে। তাদের এই বক্তব্যের পেছনের যুক্তি হিসেবে উঠে [...]
মাতৃত্ব ওয়েবসাইটে পুরো লেখা পড়ুনঃ সহবাস কি প্রসব বেদনা তরান্বিত করে?