নির্দিষ্ট সময়ে প্রসব বেদনা শুরু না হলে বা কোন কারণে সময়ের আগেই প্রসব বেদনা তরান্বিত করার দরকার হলে ঔষধ বা অন্যান্য প্রক্রিয়ায় প্রসব শুরু করাকে ইনডাকশন বলে। এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, তাই ভালমতো ডাক্তারের পরামর্শ নিন।

মাতৃত্ব ওয়েবসাইটে পুরো লেখা পড়ুনঃ ইন্ডাকশন (Induction) কী এবং কখন দরকার ?