ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বা ফলস পেইন হল জরায়ুর মাংসপেশির বিক্ষিপ্ত সংকোচন ও শিথিলায়ন। ধারণা করা হয় যে গর্ভাবস্থার ৬ সপ্তাহ থেকেই এই কন্ট্রাকশন শুরু হয় কিন্তু সাধারণত দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টার এর আগে তা অনুভূত হয় না। অনেকে একে বলেন "আসল প্রসব বেদনার প্র্যাকটিস", কারণ এসময় আপনার শরীর আসল প্রসবের জন্য তৈরি হয়।
মাতৃত্ব ওয়েবসাইটে পুরো লেখা পড়ুনঃ ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বা 'প্রচলিত ফলস পেইন' নিয়ে আপনার যা জানা প্রয়োজন