• লেখা আলোচনা
  • শিশুর বয়স অনুযায়ী সঠিক শারীরিক বৃদ্ধি (০-৫ বছর)

বয়স অনুযায়ী শিশুদের ওজন আর উচ্চতা বৃদ্ধির একটি সাধারণ প্যাটার্ন রয়েছে। গবেষকরা দীর্ঘদিন পর্যবেক্ষণের পর এমনই একটি চার্ট তৈরি করেছেন, যার নাম গ্রোথ চার্ট। শিশুর ওজন আর উচ্চতা গ্রোথ চার্টে নিয়মিত মিলিয়ে দেখার মাধ্যমে ওর সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা তা অনুমান করা সম্ভব।

মাতৃত্ব ওয়েবসাইটে পুরো লেখা পড়ুনঃ শিশুর বয়স অনুযায়ী সঠিক শারীরিক বৃদ্ধি (০-৫ বছর)