পেলভিক ফ্লোর হলো একধরনের পেশি অনেকটা hammock বা বেসিনের মত যা আমদের শরীরের জননেন্দ্রীয় সমূহ, অন্ত্র, মুত্রথলি, রেকটামকে নিজ স্থানে ধরে রাখে। এই পেশি দুর্বল হয়ে গেলে পেলভিক অর্গান প্রল্যাপ্স (pelvic organ prolapse) ঘটে।
মাতৃত্ব ওয়েবসাইটে পুরো লেখা পড়ুনঃ পেলভিক অর্গান প্রল্যাপ্স (pelvic organ prolapse) – ২য় পর্ব