রাসূলুল্লাহ সল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি ছিলেন পরম সত্যবাদী এবং সবার কাছে সত্যবাদী হিসেবে স্বীকৃত, তিনি বলেছেন, “তোমাদের প্রত্যেকের গঠন প্রক্রিয়া হলো, প্রথম চল্লিশ দিন সে তার মাতৃগর্ভে শুক্ররূপে একত্রিত হয়। পরবর্তী ৪০ দিনে জমাট রক্তপিণ্ডরূপে। এবং তার পরবর্তী ৪০ দিনে পরিণত হয় মাংসপিণ্ডে। তখন আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান এবং চারটি বিষয় নির্ধারণ করে দেন। […]
মাতৃত্ব ওয়েবসাইটে পুরো লেখা পড়ুনঃ শিশুদের মনস্তত্ত্ব ও আমার পথচলা