এই লেখাটা লিখতে গিয়ে ছোট বেলার একটা কাহিনী মনে পড়লো। তাই ভাবলাম সেই কাহিনী দিয়েই তাহলে শুরু করা যাক। বেশ কয়েক বছর আগের কথা। আমি তখন অনেক ছোটই। মাতৃত্ব ও এসম্পর্কিত সবকিছু নিয়ে লিটারেলি ক্লুলেস বলা যায়! তো আমাদের বাসার যে খাদেমা আপা আছেন উনার তখন অলরেডি চার-পাঁচটা বাচ্চা (এখন তো উনার মাশাআল্লাহ্ আটজন সাঙ্গপাঙ্গ, […]
মাতৃত্ব ওয়েবসাইটে পুরো লেখা পড়ুনঃ প্রেগনেন্সি টেস্ট কিটঃ একটা জাদুর কাঠি!